দুবাইয়ে প্রাণ'র আমদানিকারক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ পণ্য পরিবেশনের সাথে সম্পৃক্ত আমদানিকারকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশের আমদানিকারকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, প্রাণ সবসময় উন্নতমানের কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। এ কারণে প্রাণ পণ্য শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়।

সম্মেলনে প্রাণ এক্সপোর্টস লিমিটেড’র প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে বিশ্বের ১৪৪টি দেশে প্রাণ পণ্য পাওয়া যাচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে প্রাণ। 

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ