মঙ্গলবার (১০ মার্চ) সকালে শরিয়রতপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারে পদ্মাসেতুর ২৬ তম স্প্যানটি বসানো হয়
পদ্মা সেতুর ২৬তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে শরিয়রতপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারে ৫-ডি আইডি নাম্বারের স্প্যানটি বসানো হয় বলে নিশ্চিত করেন পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর। এতে করে পদ্মা সেতুর ৩,৯০০ মিটার দৃশ্যমান হলো।
এই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, “মার্চ মাসে সাধারণত বিকেলের সময়টাতে নদীর আবহাওয়া খারাপ থাকে। তাই, স্প্যান বসানোর জন্য দুই দিন করে সময় ধরা হয়েছে। একদিনে স্প্যান পিলারের কাছে নেওয়া হবে। পরদিন পিলারে বসানো হবে।”
তিনি আরো বলেন, “ইতোমধ্যে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে আরো দুইটি স্প্যান এসে যোগ হয়েছে। বর্তমানে ৩৯টি স্প্যান আছে প্রকল্প এলাকায়। সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৪০টির কাজ শেষ। বাকি আছে ২টি পিয়ারের কাজ। আর পদ্মা সেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৬টি বসানো শেষ হয়েছে।”
উল্লেখ্য, ৬. ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।