পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি

এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘প্রথম টেস্টের চতুর্থ দিন পাওয়া হাঁটুর ইনজুরির কারণে আগামী ২৪ জুলাই থেকে গল-এ শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারবেন না আফ্রিদি’।

প্রথম টেস্টে ৩৪২ রানের টার্গেট স্পর্শ করে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান। দলের জয়ে প্রধান ভূমিকা ছিল আফ্রিদির। প্রথম ইনিংসে ৫৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে ২১ রানে উইকেটশূন্য ছিলেন আফ্রিদি।

টেস্টের তৃতীয় দিন শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে ব্যাথা পেয়ে মাঠে ছাড়েন আফ্রিদি। পরে তার হাটুঁতে এমআরআই স্ক্যান করে সমস্যা পাওয়ায় হয়। এ কারণে বিশ্রামে থাকতে হবে আফ্রিদিকে।

আফ্রিদির ইনজুরিতে শেষ টেস্টে খেলার সুযোগ হয়েছে পেসার হারিস রউফ বা বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের। যদি, শেষ টেস্টে স্পিন বান্ধব উইকেটে তিন পেসার নিয়ে খেলতে চায় পাকিস্তান, তবেই সুযোগ হবে রউফ বা ফাহিমের। গল-এ প্রথম টেস্টে আফ্রিদির সঙ্গে অন্য দুই পেসার ছিলেন হাসান আলি ও নাসিম শাহ।

গল টেস্ট থেকে ছিটকে গেলেও, দলের সঙ্গেই থাকবেন আফ্রিদি। মেডিক্যাল টিমের সঙ্গে পুর্নবাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন শততম উইকেট শিকারের দ্বারপ্রান্তে থাকা এই বাঁ-হাতি পেসার। ক্যারিয়ারে এ পর্যন্ত ২৫ টেস্টে ৯৯ উইকেট শিকার আছে ২২ বছর বয়সী আফ্রিদির।