সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃবরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধি দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে (১২) ধর্ষনের পর অন্তসত্ত্বা হওয়ায় অভিযুক্ত ধর্ষক মটর সাইকেল চালক ফোরকানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ আগস্ট) রাতে বরগুনার নিশানবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এর আগে এঘটনায় রোববার রাতে ওই বুদ্ধি প্রতিবন্ধি মেয়ের মা বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা করেন।অভিযুক্ত ফোরকান উপজেলার বাদুরতলা গ্রামের মোঃ মোর্সারফ চৌকিারের ছেলে ও ভাড়ায় মটর সাইকেল চালক।
পাথরঘাটা থানা ও মামলা সুত্রে জানা যায়, চার মাস আগে প্রতিবন্ধি মেয়েটি বাদুরতলা বাজারে তার বাবাকে খুজতে গেলে তাকে বাবার কাছে নিয়ে যাবে বলে ফোরকানের বাড়িতে নিয়ে সারারাত ধর্ষন করে।পর দিন সকালে অসুস্থ্ অবস্থায় বাড়িতে আসলে মানসম্মানের ভয়ে কাউকে জানায়নি।গত কয়েকদিন আগে মেয়েটি শারিরীক পরিবর্তন দেখা দেয়ায় তাকে জিজ্ঞেস করলে অভিযুক্ত ফোরকানের নাম বলে সে।
গহরপুর সাইদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুনিরা ইয়াসমিন বলেন,সে আমার স্কুলের দিতীয় শ্রেনীর ছাত্রী।
এ ব্যাপরে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবীর আহদে বিষয়টি নিশ্চিত করে বলেন, অযিুক্ত ফোরকানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।মামলার তদন্ত চলছে।