অনলাইন ডেস্ক :

গেল ঈদে কোনো নাটক বা টেলিফিল্মে দেখা যায়নি মৌটুসী বিশ্বাসকে। একটি স্যাটেলাইট চ্যানেলে বাচ্চাদের নাটকের শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন রমজান জুড়ে। এ কারণেই ঈদের কোনো নাটক বা টেলিফিল্মে কাজ করতে পারেননি বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

তবে ঈদের পর আবারও নিয়মিত কাজে ফিরেছেন মৌটুসী। শুটিং করছেন প্রচারচলতি ধারাবাহিক নাটকগুলোর। বর্তমানে এসব নাটক নিয়েই তার ব্যস্ততা।

এ মুহূর্তে তিনি কাজ করছেন আলভী আহমেদের ‘দি জেনারেশন’ ও ‘শ্বশুরালয় মধুরালয়’, রাশেদের ‘আকাশে মেঘ নেই’, মাসুদ সেজানের ‘ডুগডুগি’ ও ‘খেলোয়াড়’ প্রচারচলতি এসব নাটকে।

এছাড়াও প্রচারের অপেক্ষায় থাকা ইউরেকা রেজওয়ানের ‘পঞ্চভুজ’ এসব ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘আমি সব সময়ই চেষ্টা করি গুণী নাট্যনির্মাতাদের নির্দেশনায় কাজ করতে।

তারা প্রত্যেকেই বেশ যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করেন। সর্বোপরি দর্শকের কাছ থেকেও দারুণ সাড়া পাই। সবমিলিয়ে ধারাবাহিকগুলোতে কাজ করে আমি সন্তুষ্ট।’ রোজার ঈদের নাটকে অভিনয় করতে না পারলেও কোরবানির ঈদের জন্য প্রস্তুত তিনি।

গল্প কিংবা চরিত্র মনের মতো হলে আসছে ঈদের নাটকে তাকে দেখা যাবে বলে জানিয়েছেন।