দর্পণ ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসাহাক হোসেন (৭৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌঁনে ১০টার দিকে তার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার গাড়িচালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার জানান, নির্বাচনী কাজ শেষ করে রাত ৯টার দিকে মাইক্রোবাসে করে পলিপাড়ায় নিজ বাড়িতে ফেরেন ইসাহাক হোসেন। রাত পৌঁনে ১০টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় তাকে উদ্ধার করে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কি কারণে তার ওপর হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।