ছবি: ভিডিও থেকে নেয়া

এর পরেই এক ব্যক্তি দম্পতিকে বলেন, ‘এটা অযোধ্যা! এখানে এ সব অসভ্যতামি চলবে না।’

আরো পড়ুন> 

তারপর হঠাৎই স্বামীটিকে ধরে মারতে শুরু করেন ওই ব্যক্তি। আশপাশে আরো যারা গোসল করছিলেন তারাও মারতে আরম্ভ করেন। কিল, চড়, লাথি কিছুই বাদ নেই। স্ত্রী তখন স্বামীকে মারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। মারতে মারতে তারা দুজনকে ঘাটের উপরে তুলে দেন।

ভিডিওটি অযোধ্যা পুলিশের কাছে আসতেই তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

अयोध्या: सरयू में स्नान के दौरान एक आदमी ने अपनी पत्नी को किस कर लिया. फिर आज के रामभक्तों ने क्या किया, देखें: pic.twitter.com/hG0Y4X3wvO