অনলাইন ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা এক মাস আন্দোলন চালানোর পর অনশন ভাঙলেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারের আশ্বাসে তারা এই স্থগিতের ঘোষণা দেন।
বুধবার (১১ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান।
এ সময় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান শিক্ষকদের বলেন, শিক্ষকদের এভাবে রাস্তায় নেমে আন্দোলন জাতির জন্য কষ্টদায়ক বিষয়। আপনাদের এ কষ্টে সমগ্র জাতি আজ উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, আপনাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে। আপনাদের এই আন্দোলনের যৌক্তিকতা আছে। তবে আপনারা শিক্ষার্থীদের কথা ভাবুন, দেশের মানুষের কথা ভাবুন। আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করছি।
এরপর রাশেদা কে চৌধুরী এক মহিলা শিক্ষককে পানি পান করিয়ে অনশন ভাঙান।
এদিকে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, সরকারের কথায় আশ্বস্ত হয়ে আমরা অনশন স্থগিত করলাম। আমরা ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।