লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
‘ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে শিক্ষাবোর্ড গঠনের দাবীতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন জেলা শাখা। সোমবার নাটোর প্রেসক্লাবের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আল মাহমুদ রিফাত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ডাঃ মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এর আগে তাদের দাবীর প্রেক্ষিতে ২০০৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক স্টেট মেডিকেল ফ্যাকাল্টি নামের পরিবর্তন করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নামকরণ করার কথা ছিল। অথচ আজও সে সিদ্ধান্ত কার্যকরী হয়নি। তারা হাজার হাজার ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীদের জন্য ‘ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে শিক্ষাবোর্ড গঠনের দাবী জানান। মানববন্ধন শেষে মিছিল করে তারা জেলা প্রশাসকের কাছে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।