নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরের চলনবিল থেকে আনুমানিক ১৭ বছর বয়সের এক যুবকের ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিলের রুহাই এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়েছে। গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. আনারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, ভাসমান লাশটি শরীর পচে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। ধারনা করা হচ্ছে প্রায় ৭/১০ দিন আগে লাশটি চলনবিলের পানি পড়ে ছিল। তবে কেউ হত্যা করে চলনবিলে ফেলেছে নাকি নৌকা ডুবির কারনে ভেসে এসেছে তা নিশ্চিত করা বলা যাচ্ছেনা। মিলেনি লাশটির নামও-পরিচয়। লাশটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে সৎকার করা হবে। এ ঘটনায় একটি অজ্ঞাত হত্যা মামলা হয়েছে। খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার হয়েছে। তবে কিভাবে, কেমন করে লাশটি এখানে আসলো তা বলা যাচ্ছেনা।