লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাটোরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, সিভিল সার্জেন ডাঃ আজিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ এস এম জাকির হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, ডাঃ আবুল কালাম আজাদ,ডাঃ রতন কুমার সাহা। জেলার বাগাতিপাড়াসহ সবক’টি উপজেলাতেও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।