লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়ে বিজ্ঞান সেমিনার এবং রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে শুক্রবার সকালে নাটোর রাজবাড়ির আনন্দ ভবনে এই সেমিনার এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ মোহাম্মদ নাসিহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সালেহ আহমদ সুলেমান। এছাড়া হোমিওপ্যাথিক পরিষদের সহ-সভাপতি ডা. বিরেন্দ্র চন্দ্র দেব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসিচব ডা. হাবিবুর রহমান মার্শাল। এসময় বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসার জনক হ্যানিম্যান এর মুল বিষয়টি ঠিক রেখে ভুক্তভোগিদের চিকিৎসা করতে হবে। এছাড়া কিছু অসাধু চিকিৎসকের কারণে হোমিওপ্যাথি চিকিৎসার অপব্যবহার হচ্ছে। সবাইকে সেই অপব্যবহার থেকে বেরিয়ে এসে সঠিক পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার আহবান জানানো হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। রাজশাহীর ৮জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশ গ্রহন করেন।