লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচলাক জামাল উদ্দীন আহমেদ বলেছেন নাটোর থেকেই শুরু হোক দেশকে মাদকমুক্ত করার আন্দোলন। সারা দেশকে নাটোরের মানুষ দেখিয়ে দেক যে, নাটোরের সবাই একসাথে মাদককে ‘না’ বলেছেন।
বুধবার নাটোরের কানাইখালী মাঠে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারের বিরদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোর জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদক বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মহা পরিচালক বলেন, দেশে এখন ৭০ লাখ মানুষ মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে আর প্রতিমাসে প্রতি দশজনে আরো একজনকে মাদকাশক্ত করে তুলছে। এই ধারা অব্যহত থাকলে আগামীতে সোনার বাংলা গড়ে তোলা অসম্ভব হয়ে পড়বে।
তাই জীবনকে ভালোবেসে মাদক থেকে সবাইকে দূরে রাখতে গণ সচেনতা সৃষ্টির মাধ্যমে সামজিক আনোদলন গড়ে তুলতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিবিদ, পুলিশ, মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক, ওলামায়ে মাশায়েক ও ছাত্র-ছাত্রীদের প্রত্যেককেই একসাথে কাজ করতে হবে। ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ এই প্রতিপাদ্যে নাটোরের মাদক বিরোধী ওই সমাবেশে উপস্থিত আড়াই হাজার শিক্ষার্থী ও উপস্থিত সবাইকে দাঁড়িয়ে হাত তুলে শপথ বাক্য পাঠ করান। নাটোরের জেলা প্রশাসক এবং জেলা মাদক নিয়ন্ত্রণ ও প্রচার কমিটির সভাপতি শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোরের জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, নাটোর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা বানু লেখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খাঁন, মাদকাসক্ত এক পরিবারে পক্ষে মোঃ আব্দুল মান্নান এবং মাদকের ছোবল থেকে চার বছর আগে সুস্থ জীবনে ফিরে আসা যুবক মোঃ নাজমুস শাকিব রোজ। এছাড়াও মঞ্চে আরো উপস্থিথ ছিলেন নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুজ্জামান।