অনলাইন ডেস্ক :চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ট্রেনে কাটা পড়ে এসএম আমিনুল ইসলাম সিরাত (২২) নামে এক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির পশ্চিম পাশে রেলব্রিজে এ দুঘর্টনা ঘটে।
নিহত সিরাত খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কাজিবাড়ির যুগাচুরা গ্রামের আবদুল গফুর ফারুকের ছেলে।
তিনি আইআইইউসির উসমান (রা.) হলে থেকে ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারে পড়তেন।
নিহতের সহপাঠীরা জানান, সিরাতের নানু ইন্তেকাল করেছিলেন। বন্ধু তায়েফের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে নানুর দাফনে অংশগ্রহণ করতে হল থেকে বের হয় সে।
প্রত্যক্ষদর্শী জানান, রেললাইন দিয়ে মেইন গেটের দিকে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিল সিরাত। এ সময় চাঁদপুর থেকে আসা চট্টগ্রামমুখী আন্তঃনগর মেঘনা ট্রেনে কাটা পড়েন তিনি।
আইআইইউসির গণমাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা মোস্তাক খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।