অনলাইন ডেস্ক : সৌদি আরবে সীমান্ত রক্ষীবাহিনীতে নারীদের নিয়োগের জন্য ‘নিরাপত্তা পরিদর্শক কর্মকর্তা’ পদে আবেদন করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সীমান্তরক্ষা অধিদপ্তর। তবে দেশটির আলোচিত ‘অভিভাবক আইন’ অনুযায়ী নারীদের সীমান্তরক্ষী পদে আবেদনের জন্য পুরুষ অভিভাবকদের অনুমতিপত্র লাগবে কিনা তা পরিষ্কার করে বলা হয়নি।

এর আগে চলতি মাসেই নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় দেশটির সরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সামাজিক সংস্কারের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৈনিক হিসেবে সীমান্তরক্ষী বাহিনীতে নারীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগামী শনিবার পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। এসব নারী সৈন্যদের রিয়াদ, জিজান, মক্কা, উত্তর সীমান্ত, তাবুক, সার্কিয়াহ, আছির, নাজরান, মদিনা ও আল জোউফ সীমান্তে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই সৌদি নাগরিক হতে হবে, কর্মদক্ষতা সম্পন্ন হতে হবে, পাবলিক বা সামরিক কোনো সেক্টরে কাজের অভিজ্ঞতা না থাকা, কোনো অপরাধ কার্যক্রমে জড়িত না থাকা এবং সর্বশেষ কোনো সৌদি নাগরিক ছাড়া অন্য কাউকে বিয়ে না করলে যে কেউ আবেদন করতে পারবে।

আবেদনে আগ্রহীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে রাখা হয়েছে। আর শিক্ষকতার যোগ্যতা হিসেবে অন্তত হাইস্কুলের গন্ডি পার হলেই চলবে। গালফ ইনসাইডার