প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায় সড়কেই জেফ্ররি ডেলিও। বন্ধুর মর্মান্তিক পরিণতির খবর শুনে দ্রুত সেখানে ছুটে যান বান্ধবী শেলা প্যারায়ানন। প্রেমিকা ছুটে চলেছেন সেখানে। সঙ্গে ট্রাফিক পুলিশ ও অন্যান্য সাহায্যকারীরা।

ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! উপুড় হয়ে পড়ে থাকা মৃতদেহটি দুই ব্যক্তি উল্টে সোজা করার চেষ্টা করছে। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে উঠে বসলে যুবকটি। হাঁটু গেড়ে বসে বান্ধবীর উদ্দেশে গোলাপ ফুল এগিয়ে ধরে।

ফিলিপিনসের সাউথ কোটাবাটোতে জেফ্ররি ডেলরিও নামে এই যুবক তার বান্ধবীকে প্রেম নিবেদনের জন্য অভিনব এই পদ্ধতির আশ্রয় নেন।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, এই দৃশ্য নিজের চোখের সামনে দেখে জেফ্ররির বান্ধবী শেলা প্যারায়ানন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন।