অনলাইন ডেস্ক : নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য তারকারা অনেকেই অনেক কিছুই করে থাকে। আর সেগুলোর মধ্যে অন্যতম হলো প্লাস্টিক সার্জারী। তবে এতদিন প্লাস্টিক সার্জারীর দুনিয়া থেকে টালিউড বেশ খানিকটা পিছিয়ে থাকলেও এখন আর নেই।

শোনা যাচ্ছে, লিপ সার্জারি করিয়ে নিজের ঠোঁটকে আকর্ষণী করেছেন টালিগঞ্জের নায়িকা নুসরাত জাহান।

আর এমনটাই অভিযোগ এনেছেন বেশ কয়েকজন সাইবার ইউজার। অনেক দিন ধরেই নুসরাতের মুখে-চোখে একটা পার্থক্য লক্ষ করছিলেন ভক্তরা। তাদের মতে, নায়িকা একই রকম সুন্দরী আর নেই। কিছু একটা যেন বদল ঘটেছে তার সৌন্দর্যে।

অবশেষে ধরা গেল সেই পার্থক্য। লিপ সার্জারি করিয়েছেন নুসরাত। তার ওপরের ঠোঁটটি খানিকটা ফুলে গিয়েছে। এর আগেও নায়িকার ফোলা আপার লিপ অনেকেই লক্ষ করেছিলেন। তবে তারা ভেবেছিলেন কোনোভাবে হয়তো আঘাত পেয়ে ঠোঁট ফুলে গিয়েছে।

কিন্তু গত কয়েক মাস ধরেই এমন ফোলাই রয়ে গিয়েছে ওপরের ঠোঁট। যতই সূক্ষ্ম সার্জারি হোক না কেন, ফ্যানদের চোখ এড়িয়ে যাওয়া একেবারেই সম্ভব না।

টালিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে নুসরাত জাহান অন্যতম। সারাক্ষণ লাইমলাইট, ক্যামেরা, সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তিনি। একটু এদিক ওদিক হলেও চোখে পড়াটাই স্বাভাবিক। পুরনো ছবির সঙ্গে এখনকার ছবির তুলনা করলে সত্যি নুসরাতের ঠোঁটে বদল ঘটেছে।