নেটফ্লিক্সের হয়ে এর আগে ‘স্যাক্রেড গেমস’ ওয়েব সিরিজের জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকি, সাইফ আলি খান ও রাধিকা আপ্তের মতো তারকা নাম লেখালেও এবার সে তালিকায় যোগ দিচ্ছেন বলিউড কিং শাহরুখ খান ও ইমরান হাশমি।
জানা যাচ্ছে, ২০১৫ সালে প্রকাশিত হওয়া বিখ্যাত লেখক বিল্লাল সিদ্দিকীর উপন্যাস ‘বার্ড অব ব্লাড’র ওপর নির্মিত হচ্ছে সিরিয়াল সিরিজ। নেফফ্লিক্সের জন্যে সিরিয়ালটির প্রযোজনা করবে শাহরুখের রেড চিলি প্রোডাকশন।
আর এই সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বলিউড তারকা ইমরান হাশমিকে। এ বিষয়ে ট্যুইটারে ইমরান হাশমি জানান, ‘নতুন ধারায় কাজ করতে যাচ্ছি বিষয়টি খুব এক্সাইটমেন্টের।’ আর সেই ট্যুইটের জবাবে শাহরুখও রিট্যুইট করে ইমরান হাশমিকে স্বাগত জানিয়েছেন।
গতকাল শুক্রবার নেটফ্লিক্স ‘বার্ড অব ব্লাড’ সিরিজের টিজার প্রকাশ করেছে। কয়েক সেকেন্ডের টিজারটিতে দেখা যায়, হাশমি উপন্যাসটি পড়ছেন এবং বলছেন ‘ঈশ্বর তোমাকে রূপ দিয়েছেন এবং তুমি তা নিজের মতো করে বদলে নিয়েছো।’ মজার ব্যাপার হল ইমরান হাশমি ও বিল্লাল সিদ্দিকী ভাল বন্ধু। ‘বার্ড অব ব্লাড’ বইটির মোড়ক উন্মোচনও করেছিলেন ইমরান হাশমিই।