পঞ্চমবারের মতো কন্যা সন্তানের জনক হলেন শহীদ আফ্রিদি। আর এমন খবরে বেজায় খুশি পাকিস্তানের তারকা এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি নিজেই এই খবরটি জানান।

ইন্সটাগ্রামে আফ্রিদি একটি ছবি পোস্ট করেন। যেখানে পাঁচ মেয়ের সঙ্গে হসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বুম বুম খ্যাত তারকাকে।

ক্যাপশনে আফ্রিদি লিখেন, সর্বশক্তিমানের অসীম দয়া ও করুণা আমার ওপর…. ইতোমধ্যে ৪টি অসাধারণ কন্যা আমাকে দেওয়া হয়েছে, আর এখন আমি পঞ্চমটির আশীর্বাদ পেয়েছি। আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিতে চাচ্ছি।’

আর ক’দিন পরেই ৪০ বছরে পা রাখা আফ্রিদি ২০১৮ সালে শেষবারের মতো পাকিস্তানের জার্সিতে খেলেছেন। তবে বর্তমানে তিনি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এমএমএস