অনলাইন ডেস্ক : পটুয়াখালীতে অনার্স প্রথম বর্ষে পড়–য়া এক কলেজ শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। সোমবার (৯জুলাই) শেষ বিকেলে পটুয়াখালী বাস ষ্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষক শাহজাদা আলমগীর (১৯) নামে এক যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষনের শিকার ওই কলেজ শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

পুলিশ জানায়, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রামের ওই কলেজ ছাত্রী পটুয়াখালী সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পূর্ব পরিচয়ের সুত্র ধরে সোমবার শেষ বিকেলে পটুয়াখালী বাসষ্ট্যান্ড
সংলগ্ন বিশ্বাস হোটেলে ঐ শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত শাহজাহা আলমগীর। পরে হোটেলের একটি কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষন করে।

পটুয়াখালী সদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ধর্ষনের শিকার মেয়েটির ভাই থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শাহজাদা আলমগীরকে আটক করে। আলমগীর শহরের চৌরাস্তা এলাকার বদরুল আলমের ছেলে। তাদের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার
সুবিদখালী এলাকায়।