অনলাইন ডেস্ক : জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে
বর্নাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯জুলাই) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি
বর্নাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান এর
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ ও জাতীয় পার্টির
মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত
সাধারন সম্পাদক কাজী আলমগীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন
ও প্রেসক্লাব সভাপতি কাজল বরণ দাস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগ
যুগ্ম সম্পাদক ভিপি আবদুল মান্নান প্রমুখ। এর আগে সার্কিট হাউসের সামনের
পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি। এ সকল কর্মসূচীতে সরকারী
কর্মকর্তা, কর্মচারী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

 


একই দিন কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে বর্নাাঢ্য
র‌্যালী, মাছের পোনা অবমুক্ত করন সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব
কর্মসূচীতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: মাহবুবুর
রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ইউএনও মো:
তানভির রহমান প্রমূখ।