মো: আ: রশীদ হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি: জেলার দুমকিতে রাষ্ট্রদ্রোহী মামলায় উপজেলা বিএনপির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পিএ মো: খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরীঘাট এলাকা থেকে দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার এজাহারে জানা যায়, ২০১৫ সালের ২৫ জুন গভীর রাতে দুমকি উপজেলা বিএনপি অফিসের পেছনে উপজেলা সভাপতি মো: খলিলুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসেন, জেনারেল সেক্রেটারী মাওলানা আবুল বাশারসহ বিএনপি জামায়াতের অর্ধশত নেতা-কর্মীর গোপন বৈঠক করলে দুমকি থানার তৎকালীন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আজম খান ফারুকী একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন। মামলার দু‘বছর পর তৎকালীন কমকর্তা এস আই হুমায়ুন কবির ও এসআই কবির হোসেন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামীদের গোপন বৈঠকের পর দুমকি খানা এলাকায় নাশকতা, গৃরুত্বপূর্ন স্থাপনায় হামলা. লেবুখালী ফেরীঘাট আচল করে দেয়া, যানবাহনে অগ্নিসংযোগ করার পরিকল্পনা ছিল।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামীরা হচ্ছেন, জামায়াত নেতা কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, বিএনপি নেতা জাকির হোসেন মঞ্জু, ছাত্রদল সভাপতি জসীম উদ্দিন শম্ভু প্রমুখ।
দুমকি থানার ওসি দিবাকর চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত খলিলুর রহমানকে শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.