মো: আ: রশীদ হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি: আগামীর জন্য গড়ে তুলি আমাদের সন্তান ওরাই হবে সোনার বাংলার নব প্রজন্মের প্রান। মেধার জগতে প্রেরনা হল আসল বল,সকল বাঁধা পিছন ফেলে চল এগিয়ে সামনে চল।এই প্রতিপাদ্য নিয়ে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২০১৭ সালের পিইসি,জেএসসি,এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চেম্বার সদস্যদের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সন্তানদের মেধাবী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টায় জেলা শিশু একাডেমির মিলনায়তনের হল রুমে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইফ আ,স,ম ফিরোজ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খািললুর রহমান মোহন,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরুল হাফিজ উদ্দিন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুস সালাম খান।
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২০১৭ সালের পিইসি,জেএসসি,এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চেম্বার সদস্যদের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৫৬ জন সন্তানদের মধ্যে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে পিইসি ২৫,জেএসসি ২৩,এসএসসি ৫ এইচএসসি ২ ও ইন্টারন্যাশনাল ১ জন ছাত্র।