স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান আরেফিন। দোয়া মোনাজাত করেন সংগঠেনর সহ-সভাপিত শহিদুল ইসলাম রানা। অনুষ্ঠান পরিচালনা করেন পিজেএফ’র সাধারণ সম্পাদক হরলাল রায় সাগর।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি খায়রুজ্জামান কামাল, বিএফইউজের সাবেক কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ, বিএফইউজ এর সাবেক যুগ্ম মহাসচিব জাকারিয়া কাজল ও সেবিকা রাণী, ডিইউজে নেতা খায়রুল আলম, ব্যবসায়ী ও রাজনীতিক এসএম শাহজাদা, বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি হেমায়েত হোসেন এবং পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুল্লাহ রানা, কার্যকরী সভাপতি আ স ম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন রাসেল, অর্থ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জল দফতর সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আবদুল হাদী, নির্বাহী সদস্য মোঃ বায়জীদ মুন্সী উপস্থিত ছিলেন।