অনলাইন ডেস্ক : মেয়াদোত্তীণর্ রি-এজেন্ট (প্যাথলজিক্যাল পরীক্ষার রাসায়নিক) ও ইনজেকশন সংরক্ষণ করায় রাজধানীর ধানমÐিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সোমবার সকাল ১১টা থেকে বিকাল পযর্ন্ত চালানো অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীণর্ রাসায়নিক এবং বেশকিছু ইনজেকশন পাওয়া যায়। ‘এসব রি-এজেন্ট এবং ইনজেকশন জব্দ এবং প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ মেয়াদোত্তীণর্ রাসায়নিক রাখার বিষয়টি স্বীকার করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মহাব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন বলেন, এসব স্টোরে ছিল। সরিয়ে ফেলার নিদের্শনা থাকলেও স্টোর ইনচাজর্ এসব না সরিয়ে গুছিয়ে রেখেছিল। ফলে ভ্রাম্যমাণ আদালতের কাছে আমাদের বলার কিছু ছিল না। মেয়াদোত্তীণর্ এসব রাসায়নিক ও ইনজেকশন কখনোই ব্যবহার করা হয় না বলে মোসাদ্দেক হোসেনের দাবি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.