দর্পণ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড গ্রুপ বিটিএসের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো ব্যান্ড দলটি সরাসরি কনসার্টে অংশ নিয়েছিল। এরপরই প্রথমে সুগা পরে আরএম ও জিন করোনায় আক্রান্ত হয়। গত শনিবার গ্রুপ ম্যানেজমেন্ট এ খবর জানিয়েছে।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় র‌্যাপার আরএম ও জিনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর একদিন আগে সুগার করোনা আক্রান্তের খবর ঘোষণা করা হয়। করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো ব্যান্ড গ্রুপটি অফলাইনে কনসার্টে অংশ নেয়। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কনসার্টটি আয়োজিত হয়। এরপর থেকে তারা ছুটি কাটাচ্ছিল। আক্রান্ত তিনজনকেই বিভিন্ন দিনে দক্ষিণ কোরিয়ায় ফিরিয়ে আনা হয়। করোনায় আক্রান্ত আরএম ও সুগা উপসর্গহীন। জিনের সামান্য জ্বর রয়েছে। আক্রান্ত তিনজনই টিকার পুরো ডোজ গ্রহণ করেছিল।