দর্পণ ডেস্ক : ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমু বয়স ৩৬ বছর। তবে এখনো সংসার জীবনে পা রাখেননি এই অভিনেত্রী। এবার এই অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের। আর পারিবারিকভাবেই চলছে পাত্র দেখার প্রক্রিয়া। খবরটি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।
হুমায়রা হিমু বলেন, পরিবার থেকে পাত্র দেখছেন। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করবো। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে।
এদিকে, বর্তমানে নাটকে কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন হিমু। এ ব্যাপারে শোবিজ নিয়ে তার কিছু আক্ষেপও রয়েছে। হিমুর ভাষ্য, ‘যত দিন কাজ করতে পারবো ততদিন সবাই খবর রাখবে। এরপর বেশির ভাগ মানুষই ভুলে যাবে। তবে কিংবদন্তিদের বিষয়টি আলাদা। তাছাড়া শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই। এখানে কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন। যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে।