ছবি: ডেইলি বাংলাদেশ

স্বজনরা জানান, উপজেলার রত্নপুর ইউপির বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাসের সঙ্গে একই ইউপির মোহনকাঠী গ্রামের হীর লাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী পূজা বৈরাগীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। তাদের পরিবারে বিয়ের কথা জানালে উভয় পরিবার তাতে অস্বীকৃতি জানায়। বিয়েতে উভয় পরিবার অসম্মতি জানানোয় সোমবার সকালে প্রেমিক যুগল একত্রে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার ভাউধর গ্রামে প্রকাশের মামা নিহার বাড়ৈর বাড়িতে যান।

সেখানে সোমবার দুপুরে তারা আত্মহত্যার জন্য একত্রে বিষপান করেন। বিষপানে উভয়েই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক বখতিয়ার আল মামুন জানান, উভয়কে চিকিৎসা দেয়া হচ্ছে। ২৪ ঘণ্টার আগে তাদের পরিস্থিতি কিছু বলা যাবে না। তবে প্রকাশের চেয়ে পূজার অবস্থা একটু খারাপ।