দপর্ণ ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির যৌন হয়রানি মামলায় দেয়া নারাজির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এছাড়া পলাতক শহিদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করেছিলেন পরীমনি।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। এছাড়া নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
পরীমনির আইনজীবী সাংবাদিকদের জানান, আসামি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। তবে পুনঃতদন্ত চেয়ে পরীমনি যে আবেদন করেছিলেন তা নাকচ করে দিয়েছে। পলাতক আসামি শহিদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি আরো জানান, আদালত আগামী ৩ মার্চ শহিদুলের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ধার্য করেছেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.