আবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। অবশ্য এবার বাড়ছে শুধু দেশটির পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গ্রাহকদের জন্য।
আগামী মার্চ থেকে বাংলাদেশের গ্রামীণ এলাকার ব্যবহারকারীদের প্রতি ইউনিট বিদ্যুতের জন্য অতিরিক্ত ৩৬ পয়সা করে গুনতে হবে।
বিইআরসি’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল জানিয়েছেন, এর ফলে পল্লী বিদ্যুতে ইউনিট প্রতি বিদ্যুতের দাম দাঁড়াচ্ছে তিন টাকা ৭৫ পয়সা।
এতদিন পল্লী বিদ্যুৎ ব্যবহারকারীদের যাদের বিল ২১৫ টাকা থেকে ২১৯ টাকার মধ্যে হতো এখন তাদের বিল হবে ২২০ থেকে ২২৫ টাকা।
অন্যদিকে যাদের বিল ৭৫৯ টাকা হতো সেটা বেড়ে হবে ৮০৩ টাকা।
আর এতদিন ধরে যারা ১৯৫২ টাকা পর্যন্ত বিল পরিশোধ করতেন এখন তাদের ২০৬৬ টাকা পরিশোধ করতে হবে। মার্চ মাসের এক তারিখ থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বিইআরসির চেয়ারম্যান দাবি করছেন যে, তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করার ক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেণীকে গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশে মোট উৎপাদিত বিদ্যুতের ৫৮ শতাংশই ব্যবহৃত হয় পল্লী বিদ্যুৎ সমিতিতে।
সর্বশেষ ২০১৭ সালের শেষের দিকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।
আরো পড়ুন: