অনলাইন ডেস্ক : ‘ডু ওর ডাই’ ম্যাচে আজ রাতে সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনের মেসির দল। আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি বলেছেন আজ জ্বলে উঠবেন আলবি সেলেস্তেদের অধিনায়ক। আর তিনি জ্বলে উঠলে দল জয় পাবে, তা নিয়ে সন্দেহে অবকাশ নেই।
কী কারণে জ্বলে উঠতে পারেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা তা নিয়ে হয়েছে নানা আলোচনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘বুয়েন্স এইরস হেরাল্ড’ খুঁজে বের করেছে পাঁচটি কারণ। তারা মনে করছে হারিয়ে যাওয়া ফুটবল জাদুকর এই পাঁচটি কারণে জ্বলে উঠতে পারেন আফ্রিকান সুপার ইগলদের বিপক্ষে।
কী সেই পাঁচটি কারণ আসুন জেনে নেওয়া যাক :
১. মেসি যখন কোচ : জেনে অবাক হবেন নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নামার আগে আর্জেন্টাইন দলের কোচের দায়িত্ব পালন করেছেন দলের প্রাণ ভোমরা লিওনের মেসি। ক্রেয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারার পর দলের সিনিয়র খেলোয়াড়রা যখন কোচের বিপক্ষে অবস্থান নেন, তখনই দলের কোচিংয়ের দায়িত্ব নেন মেসি। কোচ সাম্পাওলির সঙ্গে মিলে ঠিক করেছেন দলের ফর্মেসন। নিজের পছন্দের ফর্মেসনে খেললে মেসির জ্বলে ওঠাটাই স্বাভাবিক।
২. একাদশ নির্বাচক মেসি : নাইজেরিয়ার বিপক্ষে দলের একাদশও ঠিক করেছেন আলবি সেলেস্তেদের অধিনায়ক। সাম্পাওলি ও মাশ্চেরানোর সঙ্গে আলোচনা করে দলের একাদশ ঠিক করেছেন তিনি। এমনকি বদলি হিসেবে কারা মাঠে নামবেন তাও ঠিক করেছেন বার্সা ফরোয়ার্ড।
৩. জন্মদিন : গত ২৪ জুন ছিল লিওনেল মেসির জন্মদিন। এবার দলের সঙ্গে কাটিয়েছেন তার ৩১ তম জন্মদিন। রেকর্ড আছে জন্মদিনের পরবর্তী ম্যাচে কখনো খারাপ খেলেননি ফুটবলেরে এই খুদে জাদুকর।
৪. পরিবার : মেসি নিজেই বলেছেন তার সবচেয়ে বড় শক্তি তার পরিবার। স্টেডিয়ামের গ্যালারিতে যখন মেসির মা, বোন, স্ত্রী আর সন্তানরা থাকেন তখনই দুর্দান্ত খেলেন মেসি। তা হোক জাতীয় দলের জার্সিতে, বা হোক ফুটবল ক্লাব বার্সেলোনার জার্সিতে। জানা গেছে আজকের ম্যাচে মেসির স্ত্রী রোক্কুজ্জো তার তিন সন্তানকে নিয়ে উপস্থিত থাকবেন পুরোটা সময়। থাকবেন মেসির মা, বোনও।
৫. যখন দেয়ালে ঠেকা মেসির পিঠ : দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন অর্জনের বিকল্প কিছু থাকে না। মেসির দশাও এখন তেমনই। দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন মেসি যে হিংস্র হয়ে ওঠেন তা হয়তো সবারই জানা। উদাহরণ হিসেবে কোয়ালিফায়ারের ম্যাচটাই দেখা যেতে পারে। পেরুর বিপক্ষে তার দুর্দান্ত হ্যাট্রিকের কারণেই তো আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপের ময়দানে পা রাখে। আর এ তো চলছে শেষ ষোলোয় ওঠার যুদ্ধ। জয় পেতে মরিয়া মেসি যে হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠবেন তা হয়তো বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। দেখা যাবে মাছরাঙা ও নাগরিক টেলিভিশনে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.