খুব তাড়াতাড়ি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ফল দারুণ উৎস-প্রতীকী ছবি

তাই ভারতের পুষ্টিবিদ এবং লাইফস্টাইল পরামর্শক নেহা সাহায়ার জানিয়েছেন উজ্জ্বল ত্বক পাওয়ার উপায়। শুধুমাত্র কয়েকটি খাবার আপনাকে রাতারাতি এনে দেবে উজ্জ্বল ত্বক। 

চলুন তবে জেনে নেয়া যাক কোন কোন খাবার রাখবেন আপনার খাবারের তালিকায়।

রঙিন সবজি রসরঙিন সবজি রস

যারা সালাদ বা সবজি রান্না পছন্দ করেন না তারা সবজির রস খেতে পারেন। শসা এবং গাজর এ ক্ষেত্রে আপনাকে সবচেয়ে ভালো ফলাফল দেবে। পরিমাণ মতো শসা এবং গাজর নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে নিন। প্রতিদিন এই রস পান করুন। এছাড়াও টমেটোর রস খেতে পারেন। রাতারাতি এটি আপনাকে উজ্জ্বল ত্বক দেবে। 

ডায়েটে রাখুন পেঁপে

খুব তাড়াতাড়ি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ফল দারুণ উৎস। তবে পেঁপে এক্ষেত্রে আপনাকে ফলাফল দেবে রাতারাতি। তাই নিয়মিত খাবারের তালিকায় রাখুন পাকা পেঁপে। 

কাজু, চিনাবাদাম বা আমন্ড যে কোনো বাদামই খেতে পারেনবাদাম

বাদামে রয়েছে ভিটামিন ই, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। এছাড়াও বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি। যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। তাই নিয়মিত বাদাম খান। এক্ষেত্রে কাজু, চিনাবাদাম বা আমন্ড যে কোনো বাদামই খেতে পারেন। 

প্রচুর পানি পান করুন

ত্বককে হাইড্রেট রাখতে প্রচুর পানি পান করুন। দিনে অন্তত আট থেকে ১০ গ্লাস পানি পান করুন। পানি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। 

ডিমডিম

ডিম প্রোটিনের খুব ভালো উৎস। যা আপনার চুল, ত্বক, নখের সুস্থতায় খুবই জরুরি। এছাড়াও ডিমে রয়েছে বায়োটিন এবং ভিটামিন বি। যা আপনার ত্বকের জন্য খুব ভালো। তাই ত্বকের উজ্জ্বলতা প্রতিদিন ডিম খান। 

আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এসব খাবারগুলো নিয়মিত খান। এছাড়াও সুস্থ ও স্বাস্থ্যকর ত্বকের জন্য এসব খাবার খুব জরুরি। 

সূত্র:টাইমসঅবইন্ডিয়া