অনলাইন ডেস্ক :
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের পূর্ব বাইপাস এলাকায় একটি ভোটকেন্দ্রের কাছে পুলিশভ্যানকে লক্ষ্য করে চালানো একটি বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। বুধবার সকালে দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পরপরই এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আরও অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। হতাহতদের মধ্যে পুলিশ সদস্যের পাশাপাশি সাধারণ মানুষও রয়েছে। আহত ৮ জনের অবস্থা গুরুতর।
কোয়েটা পুলিশের ইন্সপেক্টর জেনারেল মহসীন বাট দেশটির ডন নিউজ টিভিকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা বিস্ফোরণের ধরন ও অন্যান্য বিষয় খতিয়ে দেখছে। সূত্র: ডন অনলাইন