সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর, জাতির জনক  ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে যখম করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন পাথরঘাটা থানায় বাদী হয়ে মামলা করার পর মামলার ৪ নং আসামী বাবুলকে আটক করা হয়েছে।

আহতরা হলো,উপজেলার কালমেঘা ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের আব্দুল ছত্তারের ছেলে বাবলু ও একই এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন রনি।

প্রত্যক্ষদর্শী ইউপ সদস্য নিজাম তালুকদার ও মামলা সূত্রে জানা গেছে,কালমেঘা ইউনিয়নের কালীবাড়ী ৪নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনার সময় পিছন থেকে দেশীয় অস্ত্র,বগি দা,চাইনিচ কুড়াল,হাত বোমা ও লাঠিসোঠা নিয়ে অর্তকিত হামলা করে।এসময় অফিসের ১০ থেকে ১২টি চেয়ার ও টেবিল ভাংচার করে হাবোমা নিক্ষেপ করে অতঙ্ক সৃস্টি করে মটরসাইকেল যোগে পালিয়ে যায়।

৪নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান,অফিসে সাংগঠনিক আলোচনার সময় রাহাত,মুন্না ও নাজুসহ ২০ থেকে ২৫ জন লোক মটরসাইকেল যোগে এসে হঠাত হামলা চালায়। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেন তারা।

অভিযুক্ত রাহাত ও মুন্নার সাথে যোগাযোগ করার চেস্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা পাথরঘাটা থানা উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম খান জানান, মামলার ৪নং আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান হয়েছে। মামলার তদন্ত চলছে।