দর্পণ ডেস্ক : এ বছর খেলাধুলার বড় কোনো আসরই মাঠে গড়ায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপও যে হবে না, তা অনেকটা অনুমেয়ই ছিল। আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো আইসিসি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আইসিসির মিটিংয়ে পরবর্তীয় তিনটি আসর কখন হবে সেটাও নির্ধারিত হয়েছে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ : সেটিও অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে। ১৩ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল।
২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ : এই আসরটিও অক্টোবর-নভেম্বরে। আর ফাইনাল ২৬ নভেম্বর।

করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকগুলো ম্যাচও খেলা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ায় স্থগিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো আয়োজনের সুযোগ তৈরি হলো। আইসিসির চিফ এক্সিকিউটিভ মানু সাওনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৮ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হওয়ার কথা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি বাতিল হওয়ায় এই সময়ে আইপিএল আয়োজনের সুযোগ তৈরি হলো। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য আগেই শুরু করেছে আইপিএলের প্রস্তুতি। শুধু আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল তারা।