মো: আ: রশীদ হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি :
মাদকমুক্ত সমাজটাই স্বাস্থ্য সেবার অর্ধেক ভাই, শিশু- কিশোর -বয়স্ক হেলদি বাংলাদেশের তিন লক্ষ্য, আমি ফিট দেশ ফিট,অসুখ বিসুখ দোয়ের নয় সচেতনাই কথা কয়,স্বাস্থ্য সফল সুখের মূল, বুঝতে হবে তৃণমূল-বিভিন্ন শ্লোগান নিয়ে সার্বজনীন স্বাস্থ্য সু-রক্ষা পিপিআরসি ও পটুয়াখালী পৌরসভার উদ্যোগে হেলদি বাংলাদেশ এর জেলা পর্যায়ের সংলাপ কর্মসূচী প্রেরণা নাগরিক সংলাপ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় পিপিআরসি ও পটুয়াখালী পৌরসভার উদ্যোগে হেলদি বাংলাদেশ এর আয়োজনে পৌরসভা প্রাঙ্গণ থেকে শহরে বের করা হয় একটি বর্নাঢ্য র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পটুয়াখালী পৌরমিলনায়তনে পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিপিআরসি‘র চেয়ারম্যান ড. হোসান মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান, কনসালটেন্ট কার্ডিকেয়ার হার্ট জেনারেল হসপিটাল চট্রগ্রাম প্রফেসর ডাঃ মহসিন জিল্লুর করিম, শিশু সার্জারী শহীদ সোহ্্রাওয়াদী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মির্জা কামরুল জাহিদ,সমাজ বিজ্ঞানী ড. হাসান মোঃ জিল্লুর রহমান এর সহ-র্ধমিনী মাহাবুবা হক, ২বার এভারেষ্ট বিজয়ী মুহিত, পটুয়াখালী মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ মোঃ মাহামুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ শাহ মোজাহেদুল হক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাঃ মোঃ আঃ রহিম, জেলা স্বাচিবের সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী। এছাড়া নাগরিক সংলাপে আলোচনা করেন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, হেলথ ফাইনান্স গর্ভানেন্স সহকারী প্রোগ্রাম মোহাম্মাদ সোহেল রানা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সাংবাদিক মুজাহিদ প্রিন্স, জাকির মাহমুদ প্রমুখ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.