অনলাইন ডেস্ক :
আজ শনিবার (১৮ আগস্ট) ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু শপথ পাঠ করতে গিয়ে একাধিকবার ভুল করেন এই নেতা। এজন্য তাকে ‘সরি’পর্যন্ত বলতে হয়েছে।
সকালে ইসলামাবাদের রাষ্টপতি ভবনে ইমরান খানকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসেইন।
প্রেসিডেন্ট মামনুন হুসেইনের বলে দেওয়া বক্তব্য ঠিক মতো উচ্চারণ করতে পারছিলেন না ইমরান। ভুল হয়ে যাওয়ায় তিনি একবার ‘সরি’বলেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করার সময় একাধিকবার থামেন পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে। এরপরেও পুরো শপথবাক্য এক নাগাড়ে শেষ করতে পারেননি, বিভিন্ন সময়ে হোঁচট খেয়েছেন।
১৯৯৬ সালে তাঁ হাতে গড়া পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান হিসেবে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) প্রার্থী শাহবাজ শরীফকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান।
তাঁর সফল নেতৃত্বের কারণেই ১৯৯২ সালে প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এবার তিনি গোটা পাকিস্তানের নেতৃত্ব দিতে চলেছেন। ইমরান খান গোটা জাতিকে কতটা সফলভাবে নেতৃত্ব দিতে পারেন দেখার অপেক্ষায় বিশ্ববাসী। তথ্যসূত্র: কলকাতাটুয়েন্টিফোর