দর্পণ ডেস্ক : শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও পূজা চেরিকে নিয়ে সরগরম ঢালিউডপাড়া। বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর পূজার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাকিব। এর কতটুকু সত্য, কতটুকু মিথ্যা— তা জানতে আগ্রহের কমতি নেই। এতদিন এসব বিষয়ে বুবলী, পূজা মুখ খুললেও নীরব ছিলেন শাকিব খান। এবার তিনিও নীরবতা ভাঙলেন। সতর্ক করলেন সুযোগসন্ধানী মহলকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব বিষয়ে একটি পোস্ট করেন শাকিব। তিনি লেখেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’
শাকিব প্রশ্ন রেখে বলেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তা হলে কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?’
গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন রেখে শাকিবের ভাষ্য, ‘ভুয়া বিষয়গুলোর ওপর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’
শাকিবের কথায়, ‘এসব যারা করছে সেসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.