দর্পণ ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার পেলে জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি করায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন । মঙ্গলবার সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেন পর্তুগালের অধিনায়ক।
প্রথম গোল দিয়েই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন সি আর সেভেন। পরবর্তীতে আরো এক গোল করে ইতিহাস গড়ার পথে একধাপ এগিয়ে যান। রোনালদোর থেকে এগিয়ে আছেন ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই। তার গোল ১০৯।
ব্রাজিলের হয়ে ৭৭ গোল করা পেলে টুইট করে রোনালদোকে বলেন, ‘আমি মনে করেছিলাম আজ ১০০ গোল উদযাপন করবো। কিন্তু গোল সংখ্যা ১০১! অভিনন্দন ক্রিশ্চিয়ানো। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অভিনন্দন। ’
কিছুদিন আগে রোনালদোকে প্রশংসায় ভাসিয়ে পেলে বলেছিলেন, ‘বর্তমান সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়। কিন্তু মেসিকেও ভুলে গেলে চলবে না।’
মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা? এমন প্রশ্নের উত্তরে দুই সময়ে দুই উত্তর দিয়েছেন পেলে। গত মর্চে বলেছিলেন, ‘বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় হলো ক্রিশ্চিয়ানো রোনালদো।’এক মাসের ব্যবধানে পাল্টে যায় পেলের পছন্দ। এপ্রিলে পেলে বলেন, ‘আমার চোখে মেসিই সেরা। সে পরিপূর্ণ ফুটবলার।’
তবে ত্রয়ীর মধ্যে কে সেরা সেই প্রশ্নের উত্তরে পেলে ছিলেন বেশ কৌশলী। ৭৯ বছর বয়সী পেলে বলেন, ‘এই প্রশ্নটা বেশ কঠিন। আমাকে বিভিন্ন সময়ে প্রশ্নটা করা হয়েছে। আপনারা জিকো ও রোনালদিনহোকে ভুলতে পারবেন না। আপনারা সব সময় ইউরোপের খেলোয়াড়দের কথা বলেন যেমন বেকেনবাউর বা ক্রুফ। এটা আসলে দোষের কিছু নেই। তবে আমি বলবো আমি সবার চেয়ে সেরা। পেলে একজনই। আমার মতো কেউ হতে পারবে না।’