মুজিববর্ষ

রবিবার বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে

বাংলাদেশের করোনাভাইরাসের রোগী শনাক্তের পর মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৭ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিল। 

রবিবার (৮ মার্চ) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ পালন করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমিত আকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনের নির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানের নতুন ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

আবদুল মোমেন বলেন, “সীমিত আকারে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মুজিববর্ষের সব অনুষ্ঠান উদযাপন করা হবে।”  

এদিকে রবিবার বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।