দর্পণ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ণ বিষয়ে গত ১৯ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভার পর এ সিদ্ধান্ত এসেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। এই নির্দেশনা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.