খেলাধুলায় শুধু জয়ী হওয়াই বড় বিষয় নয়, এর মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস তৈরি হয়। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক স্থাপন হয়। খেলাধুলায় প্রতিপক্ষকে মেধা, শক্তি ও দক্ষতা দিয়ে পরাজিত করতে হবে। খেলা শেষে তাকেই বড় বন্ধু হিসেবে মেনে নিতে হবে।
মিনিস্টার কাপ ১৩তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দেশের ৩০টি জেলার টিম ও ৮টি সার্ভিসেস টিমের ৩৮৬ জন অংশগ্রহণ করবেন। ২৭ অক্টোবর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার হিসেবে ৩৮টি স্বর্ণপদক, ৩৮টি রৌপ্য এবং ৫৬টি ব্রোঞ্জসহ মোট ১২৮টি পুরস্কার রয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে মিনিস্টার কাপ ১৩তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুুহিত।
অর্থমন্ত্রী বলেন, ক্রীড়া সেক্টরে বর্তমানে বিশ্ববাসীর দরবারে বাংলাদেশের সুনাম ছাড়িয়ে পড়েছে। আমাদের ছেলে-মেয়েরা বিশ্বের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে জয়ী হয়ে স্বর্ণ-রৌপ্য নিয়ে আসছে। এটা আমাদের গর্বের বিষয়। বর্তমান সরকার ক্রীড়া খাতে বড় ধরনের বাজেট বরাদ্দ দিচ্ছে। ফলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ছেলে-মেয়েরাও খেলাধুলায় অনেক এগিয়ে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নারায়ণগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, অর্গানাইজিং কমিটি ও জাতিসংঘে নিয়োজিত সাবেক রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলিয়া সরওয়ার ডেইজী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আশিকুর রহমান মিকু, রূপালী ব্যাংকের প্রধান ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপের সভাপত্বিতে অনুষ্ঠানে রাজনৈতিক, ক্রীড়াবিদ, সমাজসেবকরা উপস্থিত ছিলেন।