২০১৬ সালে মুক্তি পায় টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি’। এতে টাইগারের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেই বাজিমাত করেন শ্রদ্ধা কাপুর। অ্যাকশনে ভরপুর ‘বাঘি’ ২০১৬ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমা। মাত্র ৪৫ কোটি রুপি বাজেটের এই সিনেমা শুধু ভারতে আয় করে ৭৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী আয় করে ১২৬ কোটি রুপি।

সাব্বির খান পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সাফল্য লাভের পর সিনেমাটির সিকুয়েল ‘বাঘি টু’ নির্মিত হয়। ২০১৮ সালের মার্চে মুক্তি পাওয়া এই ছবিতে টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তার কথিত প্রেমিকা দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটিও প্রযোজনা করেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই ছবিটি আগের ছবির রেকর্ড ভেঙে দেয়। মুক্তির মাত্র ৫ দিনেই ১০০ কোটির ক্লাবে জায়গা করে নেয় ছবিটি।

এরপরই ছবির নির্মাতারা এই সিরিজের তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা করেন। ‘বাঘি থ্রি’ ছবিতে টাইগারের সঙ্গে আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। গত দুই সপ্তাহে মুক্তি পেয়েছে ছবির পোস্টার। যেখানে দেখা যাচ্ছে বিশাল এক ট্যাঙ্কের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে টাইগার। যা থেকেই বোঝা যায় আগের দুই কিস্তির মতোই এর তৃতীয় কিস্তিতেও থাকবে অ্যাকশনে ভরপুর। অনেকে বলছেন, ‘বাঘি ৩’র অ্যাকশন টেক্কা দিবে হলিউডকেও!

‘বাঘি’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গেছে। অ্যাকশনে ভরপুর ট্রেইলার প্রকাশের পর তা আরও বেড়ে গিয়েছে। সম্প্রতি টাইগার তার টুইটারের ট্রেইলার শেয়ার করে লেখেন, বাঘি ফিরে এসেছে। এবার একটা গোটা দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াইয়ে নেমেছে সে। ট্রেইলারে দেখা যাচ্ছে, ভাইকে ঘিরে টাইগারের জীবন। কিন্তু সিরিয়ায় গিয়ে কিডন্যাপ হয় তার ভাই। ফলে ভাইকে বাঁচাতে গোটা সিরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামেন টাইগার।

সিনেমাটির মূল গল্প এগিয়েছে দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে। এতে টাইগারের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ। বিদেশে গিয়ে জঙ্গিদের ডেরা থেকে কীভাবে ভাইয়ের ওপর হামলাকারীদের চিনে নিলেন টাইগার, সেই গল্পের ঝলক দেখতে পাবেন ‘বাঘি থ্রি’-এর ট্রেইলারে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনায় ‘বাঘি থ্রি’ পরিচালনা করেছেন আহমেদ খান। গল্পের ঠাসা বুনোটে, ‘বাঘি থ্রি’-এর ট্রেইলারের পরতে পরতে রয়েছে নতুন নতুন চমক।

পরিচালক আহমেদ খানের এই সিনেমা আগের বাঘি এবং ‘বাঘি টু’-এর জনপ্রিয়তাকে টপকে এগোতে পারবে, সেটা অবশ্য সময়ই বলবে। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার রিয়েল লাইফ বাবা-ছেলে জ্যাকি শ্রফ ও টাইগার শ্রফকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শক। ‘মণিকর্নিকা :দ্য কুইন অব ঝাঁসি’র পর এতে দেখা মিলবে অঙ্কিতা লোখান্ডের। ‘হিরোপন্তি’ দিয়ে বলিউডে পা রাখলেও ‘বাঘি’ ছবির মাধ্যমেই দর্শকপ্রিয়তা লাভ করেন জ্যাকিপুত্র টাইগার। যা থেকেই বোঝা যাচ্ছে, আগের দুই কিস্তির মতোই এর তৃতীয় কিস্তিও থাকবে অ্যাকশনে ভরপুর। ছবির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার কিছু অংশে।

ছবিটি মুক্তি পাবে আগামীকাল। ধুমধুমার অ্যাকশন ঘরানার এ ছবিটি চলতি বছরের অন্যতম ব্যবসাসফল ছবিতে পরিণত হবে বলেও অনেকে ধারণা করছেন। শুধু তাই নয়, এ ছবিতে ব্যতিক্রমী এক শ্রদ্ধাকে পাওয়া গেছে। অ্যাকশন দৃশ্যে যেমন তিনি অভিনয় করেছেন, তেমনি ব্যাপক খোলামেলা রূপেও দেখা মিলবে তার। বিশেষ করে টাইগার শ্রফের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। একটি চুম্বনের দৃশ্যেও তারা অভিনয় করেছেন। সব মিলিয়ে এ ছবিটি নিজের ক্যারিয়ারে নতুন মোড় নিয়ে আসবে বলেও মনে করেন শ্রদ্ধা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটিকে নিজের ক্যারিয়ারের সেরা অ্যাকশন ছবি হিসেবেও অভিহিত করেন তিনি।

শ্রদ্ধা বলেন, এটি গল্পনির্ভর একটি অ্যাকশন ছবি। এ ধরনের ছবি বলিউডে কম হয়েছে। ছবির জন্য ফাইট শিখতে হয়েছে আমাকে। আর টাইগারের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিল।’