দর্পণ ডেস্ক : অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কাছে বয়স নিতান্তই এক সংখ্যা। জীবনের প্রথম পাঁচ অভিজ্ঞতার কথা শেয়ার করতে যেয়ে প্রথম প্রেম ও তার ধারাবাহিকতায় চুমু খাওয়ার বিচিত্র অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া ব্যাপকতা নিয়ে মুখ খুললেলন তিনি।
তিনি প্রথম প্রেমে পরেন জয়পুরিয়া কলেজ ক্লাস টুয়েলভে পড়াকালীন। প্রেমিকের সঙ্গে ক্যাডবেরি শেয়ার করতে করতে চুমু খাওয়া। তিনি বলেন, ’একটা গোটা ক্যাডবেরি শেয়ার করতে করতে একটা কিউব শেষ হতে হতে চুমু…। সেটা মারাত্মক চুমু ছিল। কী করে খেতে হয় জানতাম না। সেটার রেশ বোধহয় পরের এক বছর ছিল।’
তিনি আরও জানান, ’শান্ত ভাল মেয়ে, সবার কথা শোনে, সে সব আমি ছিলাম না মোটেই। নিজের পিঠ বাঁচাতে অন্যের ঘাড়ে বন্দুক রাখার কোনও মানে নেই। মিথ্যেটা খুব খারাপ লাগে আমার।’