অনলাইন ডেস্ক :
মেসির জোড়া গোলে জয়ে শুরু বার্সার
শনিবার (১৮ আগস্ট) রাতে ঘরের মাঠে এই ম্যাচে প্রথম ম্যাচেই মেসির জোড়া গোলে লা লিগায় এবারের মৌসুমটা জয় দিয়ে শুরু করতে সক্ষম হয়েছে বার্সেলোনা। আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।
এর মাধ্যমে দলগতভাবে লা লিগায় বার্সার ৬০০০ গোল হলো। ২০০৯ সালে বার্সার ৫০০০তম গোলটিও করেছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। খেলার ৬৪ মিনিটে ফ্রিকিক থেকে মেসি গোলের সূচনা করেছিলেন।

৮৩ মিনিটে স্বদেশি মিডফিল্ডার আর্থারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামা ফিলিপ কুটিনহো দ্বিতীয় গোলটি করেন।

মেসি ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন যোগ করা সময়ে । লুইস সুয়ারেসের পাসে বল পেয়ে ডি বক্সে এক জনকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে পোস্ট ঘেঁষে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।

দলটির সাবেক অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা জাপান পাড়িয়ে জমিয়েছেন। ম্যাচে বার্সার কাছে পাত্তাই পায়নি আলাভেস। ৭৯ শতাংশ বলই ছিল বার্সার নিয়ন্ত্রণে। প্রথমার্ধেই দলটি বেশ কিছু গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। এটি ছিল লা লিগায় মেসির নেতৃত্বে বার্সার অভিষেক ম্যাচ।