গোফরান পলাশ, পটুয়াখালী: বেসরকারী শিক্ষক-কর্মচারীদের পাঁচ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ ভাগ বৈশাখী ভাতা প্রদানের ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে
শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে স্থনীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দ। মিছিল
ও সমাবেশে পটুয়াখালী জেলার বিভিন্ন বেসরকারী কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।