দর্পণ ডেস্ক :  শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে। রিখটার স্কেলে মঙ্গলবারের এই ভূমিকম্পের এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নিউজিল্যান্ড সফররত ব্রিটিশ যুবরাজ প্রিন্স ও তার স্ত্রী মেগান মেকলেও নিরাপদে আছেন।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নিউ প্লেমাউথ শহর থেকে ৬৩ কিলোমিটার পূর্বে। মাত্রা ৬ দশমিক ১ এবং উৎপত্তি ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে, জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

রয়টার্স জানায়, ভূমিকম্প শুরু হলে রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্টের অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করা হয় এবং কিছু ফ্লাই্টে ওয়েলিংটনে অবতরণও বাতিল করা হয়।

বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। ভূমিকম্পের সময় তারা অ্যাকল্যান্ডে ছিলেন। তারা অক্ষত আছেন বলে জানিয়েছে নিউজিল্যান্ডের গণমাধ্যম।