অনলাইন ডেস্ক : প্রেমিক নিক জোনাসকে নিয়ে মুম্বাই ফিরেছেন প্রিয়াংকা চোপড়া। গত বৃহস্পতিবার রাতে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। যদিও পাপারাজ্জিদের দেখে দ্রুত গাড়ির কাচ তুলে দেন প্রিয়াংকা। বিমানবন্দর থেকে মার্কিন পপ তারকা নিককে নিয়ে তিনি চলে যান জুহুতে। সেখানে ভারসোভা এলাকায় গত বছর ১০০ কোটি রুপি মূল্যের একটি বাংলো কিনেছেন বলিউড অভিনেত্রী। এই বাংলাতে রয়েছে ১৫টি শোয়ার ঘর। মুম্বাইয়ে এই বাংলোতেই থাকবেন নিক জোনাস।
এরই মধ্যে সংবাদমাধ্যম জানতে পেরেছে, প্রিয়াংকার মা মধু চোপড়ার সঙ্গে দেখা করতে মুম্বাই এসেছেন নিক জোনাস। তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আগামী কয়েক দিনের মধ্যে মুম্বাইয়ে প্রিয়াংকা জমকালো পার্টির আয়োজন করবেন। ভারসোভা এলাকায় প্রিয়াংকার বাংলোতে হবে এই পার্টি। সেখানে নিজের পরিবারের উল্লেখযোগ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। থাকবেন বলিউডের মানুষজনও।
আরও শোনা যাচ্ছে, এই পার্টিতেই হয়তো নিক জোনাস আর প্রিয়াংকার সম্পর্ক কিংবা তাদের বিয়ের ঘোষণা দেবেন মধু চোপড়া।
এদিকে প্রিয়াংকার চোপড়ার ব্যাপারে নিক জোনাস কথা বলেছেন যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে। তিনি বাকি জীবন প্রিয়াংকার সঙ্গে কাটানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তার এই ইচ্ছার ব্যাপারে সম্মান জানিয়েছেন পরিবারের সদস্যরা। এখন প্রিয়াংকার পরিবারের মানুষজন তাকে গ্রহণ করলে আর কোনো বাধা থাকবে না।
মার্কিন গণমাধ্যমগুলো এখন প্রিয়াংকা আর নিক জোনাসের প্রেম নিয়ে সরব। থেমে নেই ভারতীয় গণমাধ্যমও। এই প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে গত বছর মে মাস থেকে। তখন মেট গালা অনুষ্ঠানে প্রিয়াংকা ও নিক প্রথমবারের মতো হাঁটেন রেড কার্পেটে। কিন্তু তখন নিজেদের সম্পর্কের কথা তারা বেমালুম এড়িয়ে গেছেন। তবে এখনো যে প্রিয়াংকা-নিক প্রেমের কথা স্বীকার করছেন, তা নয়। এক মাস ধরে ঘন ঘন দেখা যাচ্ছে দুজনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশের ক্ষেত্রেও ইদানীং তারা কোনো বাধা মানছেন না।