আবার গানে নিয়মিত হয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। সম্প্রতি প্রকাশিত হওয়া তার কণ্ঠের ‘অঞ্জনা’ শিরোনামের গানটি শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। এছাড়া তার রয়েছে ১০০ গানের প্রকল্প। সেখান থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করবেন একটি একটি করে গান-ভিডিও।
তারই ধারাবাহিকতায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে মনির খানে নতুন গান-ভিডিও ‘ভালোবাসার মিছিল’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তার সংগীতপিতা মিল্টন খন্দকার।
এ গান প্রসঙ্গে মনির খান বাংলানিউজকে বলেন, প্রেম-বিরহের গান মানেই মিল্টন খন্দকার। তার কথা-সুরের ব্যাপারটা’ই অন্যরকম। এ গানেও কথা-সুরে দারুণ চমক রয়েছে। গানটি শুনলেই শ্রোতারা তা বোঝতে পারবেন। আশা রাখি, ভালোবাসার দিনে এ গান আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে মুগ্ধতা ছড়াবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মনির খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘এমকে২৪’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ভালোবাসার মিছিল’।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ওএফবি