শান্তির কবুতর অশান্তি ছড়ালো প্লেনের মধ্যে। এ কারণে আধ ঘণ্টা দেরিতে উড়াল দেয় ভারতের আহমেদাবাদ-জয়পুর গো এয়ারের প্লেন। কবুতরটি ধরতে প্লেনের ভেতরের হইচইয়ের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শনিবার গো এয়ারের ওই প্লেন আহমেদাবাদ ছাড়ার কিছুক্ষণ আগে উদয় হয় কবুতরটি। প্লেনের ভেতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, প্রাণ ভয়ে উড়তে শুরু করে কবুতরটি। যাত্রীরা তাদের ধরার চেষ্টা করলে আরও আতঙ্কিত হয়ে পড়ে।
প্রশান্ত নামে অন্য এক যাত্রী লিখেছেন, ‘প্লেনের ভেতরে উড়ে বেড়াচ্ছে একটি পায়রা’। যাত্রীরা উঠে দাঁড়িয়ে পায়রাটিকে ধরতে যাওয়ায় প্রবল হইচই শুরু হয়ে যায় প্লেনের মধ্যে। অনেক বলতে থাকেন প্লেনের পেছনের দরজা খুলে দেওয়া হোক। ওখান থেকে বেরিয়ে যাবে পায়রাটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন